সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জিপিএ-৫ নিয়ে শীর্ষে ঢাকা বোর্ড

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৫৯ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ ফাইভ নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

 

এরপর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

 

ফলাফলে দেখা গেছে, মাদরাসা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড, এই বোর্ডে পাসের হার ৯১ দশমিক ২ শতাংশ। এর পরের অবস্থানে কুমিল্লা ৯০ দশমিক ৭২ শতাংশ।

 

ঢাকা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন শিক্ষার্থী।

 

করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় গত ৬ নভেম্বর সারাদেশে স্বাভাবিক পরিবেশে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ তিন হাজার ৪০৭ জন।

 

এ বছর দুই হাজার ৬৪৯টি কেন্দ্র এবং ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়। ১৩ ডিসেম্বর তত্ত্বীয় পরীক্ষা এবং ২২ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।

 

একুশে সংবাদ.কম/চ.ট.প্র/জাহাঙ্গীর

শিক্ষা বিভাগের আরো খবর