সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

একবারের বেশি ভর্তি পরীক্ষা দিতে পারবে না তা যৌক্তিক নয়: শিক্ষামন্ত্রী

একুশে সংবাদ প্রকাশিত: ০২:১০ পিএম, ২০ জুলাই, ২০২২

 

বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা একবারের বেশি ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে না এমন বিধান থাকা যৌক্তিক নয় বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 

বুধবার (২০ জুলাই) দুপুরে রাজধানীতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

 

শিক্ষামন্ত্রী বলেন, পড়াশুনার ক্ষেত্রে বয়সের কোন সময়সীমা থাকা উচিত নয়, যার যেখানে ইচ্ছা পড়ার সুযোগ থাকতে হবে।

 

আমাদের দেশে আন্তর্জাতিক পরিমন্ডলের সাথে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে তিনি জানান।

 

সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সবাইকে গুনগত মান অর্জনে গুরুত্ব দিতে হবে। এসময় কর্মমুখোর শিক্ষা নিশ্চিতে সকলের সহযোগিতা দরকার বলেও জানান মন্ত্রী।

 

একুশে সংবাদ.কম/ন.ফ.জা.হা

শিক্ষা বিভাগের আরো খবর