সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পরিবর্তন হল এসএসসির রুটিন, বন্ধ থাকবে সকল কোচিং সেন্টার

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৩১ পিএম, ১২ জুন, ২০২২

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আগামী ২৫ জুনের এসএসসি পরীক্ষা (ইংরেজি দ্বিতীয় পত্র) ২৪ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

 

রোববার (১২ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।

 

দীপু মনি বলেন, প্রকাশিত রুটিন অনুযায়ী ওইদিন সাধরন শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির ইংরেজি (আবশ্যিক) ২য় পত্র, মাদরাসা বোর্ডের দাখিলের বাংলা ২য় পত্র এবং কারিগরি বোর্ডের ভোকেশনালের এসএসসি ও দাখিলের গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল। সেটি আগের দিন অর্থাৎ ২৪ জুন আয়োজন করা হবে।

 

তিনি বলেন, শুধুমাত্র একটি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। অন্য সব পরীক্ষা নির্ধারিত রুটিন অনুযায়ী হবে।

 

এছাড়াও আগামী ১৫ জুন এসএসসি-সমমান পরীক্ষার জন্য পরবর্তী তিন সপ্তাহ দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 

একুশে সংবাদ.কম/জ.ন.জা.হা

শিক্ষা বিভাগের আরো খবর