সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ইবির এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত

একুশে সংবাদ প্রকাশিত: ১১:৫০ পিএম, ৫ এপ্রিল, ২০২১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুঃ আতাউর রহমান স্বাক্ষরিত ফলাফল সংক্রান্ত দুটি পৃথক পত্র সোমবার (৫ই এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ভর্তি পরীক্ষায় আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ৬ জন, দা'ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ৫ জন, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ৮ জন, আরবী ভাষা ও সাহিত্য বিভাগে ২ জন, আইন বিভাগে ৬ জন, আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ ২জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ১ জন, অর্থনীতি বিভাগ ১ জন, ইংরেজি বিভাগে ১ জন, ব্যবস্থাপনা বিভাগে ২ জন ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জনসহ সর্বমোট ৩৫ জন শিক্ষার্থী পিএইচডি প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এতে অংশগ্রহণ করেন ৪৬ জন শিক্ষার্থী।

এদিকে (এমফিল) কোর্সে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ১০ জন, দা'ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ৩ জন, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ৩ জন, আরবী ভাষা ও সাহিত্য বিভাগে ২ জন, আইন বিভাগে ১ জন, অর্থনীতি বিভাগে ১ জন, লোক প্রশাসন বিভাগে ১ জন, ব্যবস্থাপনা বিভাগে ৩ জন ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে ১ জনসহ সর্বমোট ২৫ জন উত্তীর্ণ হয়েছেন। এতে ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ নেন।

উল্লেখ্য,পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.iu.ac.bd থেকে সরাসরি ফলাফল জানতে পারবেন।

শিক্ষা বিভাগের আরো খবর