সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

একুশে সংবাদ প্রকাশিত: ১১:৩৭ এএম, ২২ মার্চ, ২০২১

অবিলম্বে স্কুল ও কলেজের এমপিও নীতিমালা প্রকাশ এবং চলতি অর্থবছরে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে ঢাকা রিপোর্টারস ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন এর আয়োজন করে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ। 

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীপরিষদের আহবায়ক শরীফুজ্জামান খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এম এ বারী তালুকদার, আবু বক্কর মোঃ এরশাদুল হক,মোঃ শফিকুল ইসলাম, মেহেদী হাসান জুয়েল, মাহবুবুর রহমান, হারুন-অর-রশিদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন।

এ সময় বক্তার শিক্ষা মন্ত্রনালয় থেকে এমন একটি অ্যাপ চালু করে যাতে বাংলাদেশের মানচিত্রের কোন স্থানে ক্লিক করলে ঐ স্থানে নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা যাবে কি যাবে না তা নির্দেশ করবে।স্বীকৃতির মেয়াদ ১০ বছর অতিক্রান্ত হলে শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ বিবেচনায় এমপিওভুক্তি সহ ছয় দফা দাবী পেশ করেন। 

একুশে সংবাদ / রা.ফ / এস

শিক্ষা বিভাগের আরো খবর