সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

হলে বসবাসরতদের ভ্যাকসিন নিতে তথ্য চেয়েছে বশেমুরবিপ্রবি 

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২ মার্চ, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) হলগুলোতে বসবাসরত শিক্ষার্থী, হল সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর প্রভোস্টদের নিকট চিঠি পাঠানো হয়েছে। 

চিঠিতে আগামী বৃহস্পতিবারের (৪ মার্চ) মধ্যে এসকল শিক্ষার্থী, হল সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) অনুলিপিসহ অন্যান্য তথ্য নির্দিষ্ট ছকে নিকষ ফন্টে পূরণ করে সফটকপি ও প্রিন্টকপি রেজিস্ট্রারের নিকট পাঠাতে বলা হয়েছে।
 
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুর রউফ বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যারা আবাসিক হিসেবে রয়েছেন তাদের এসকল তথ্য শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়েছে। 


একুশে সংবাদ/ রা.সৈ / এস 
 

শিক্ষা বিভাগের আরো খবর