সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের আত্নপ্রকাশ

একুশে সংবাদ প্রকাশিত: ১২:০১ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২১

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের আত্নপ্রকাশ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলন এর আয়োজন করে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ।

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ এর আহবায়ক, লৌহজং পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নৃপেন্দ্র চন্দ্র দাস এর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সদস্য সচিব মজিবুর রহমান বাবুল। তিনি  বিটিসিএল উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক। 

উক্ত সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম আহবায়বৃন্দ সহ বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের নেতৃবৃন্দ ও শিক্ষকরা।এ সময় বক্তারা ১৩ দফা দাবি পেশ করেন।

সরকরি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বেতন বৈষম্য নিরসন, উচ্চতর গ্রেডপ্রাপ্তি, ম্যানেজিং কমিটি ও বিভিন্ন রাজনৈতিক চাপ থেকে শিক্ষকদের মুক্তি নিশ্চিত করা ও মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবি বাস্তবায়নে গঠিত নতুন এই সংগঠন।


একুশেসংবাদ/রাফি/অমৃ

শিক্ষা বিভাগের আরো খবর