সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ফরমপূরণের কিছু অর্থ ফেরত পাবেন পরীক্ষার্থীরা

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৪২ পিএম, ৩০ জানুয়ারি, ২০২১

শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন,‘এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের ফরমপূরণ বাবদ আদায়কৃত অর্থের অব্যয়িত অংশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এর আগে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ফল প্রকাশ করেন।

এবার ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইসের কারনে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। 

এবার শতভাগ পাসের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬০ হাজারের বেশি শিক্ষার্থী।


একুশে সংবাদ/ এ /এস

শিক্ষা বিভাগের আরো খবর