সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০১:৩০ পিএম, ২০ অক্টোবর, ২০২০

দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ি সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা বাতিল করা হয়। করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। কিছু ক্ষেত্রে অবশ্য অনলাইন ও টেলিভিশনে ক্লাস নেয়া হচ্ছে। 

এ পরিস্থিতিতে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই সংশয় কাটাতে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের চলতি বছরের মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা নিয়ে আগামীকাল বুধবার সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী দুপুর ১২টায় এক এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত কথা বলবেন।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভার্চুয়াল প্রেস কনফারেন্স আগামীকাল ২১ অক্টোবর দুপুর ১২ টায়।’ 

একুশে সংবাদ/বানি/এআরএম

শিক্ষা বিভাগের আরো খবর