সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:০৮ পিএম, ৮ মে, ২০২৪

তথ্য সংগ্রহে বাংলাদেশ ব্যাংকে (বিবি) অবাধ প্রবেশের সুযোগ না দেয়ায় আইএমএফের ঋণের তৃতীয় কিস্তির ছাড় বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনসহ বাংলাদেশ ব্যাংকের সব আয়োজন বয়কট করেছেন সাংবাদিকরা।

বুধবার (৮ মে) দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তারা তা বয়কট করেন।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হকসহ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

এর আগে সংবাদ সম্মেলন শুরুর আগে সাংবাদিকরা জানতে চান, গণমাধ্যম কর্মীদের তথ্য সংগ্রহে প্রবেশ ইস্যুর বিষয়ে সুরাহা হয়েছে কি না। সন্তোষজনক জবাব না পেয়ে সংবাদ সম্মেলনটি বর্জনের ঘোষণা দেন সাংবাদিকরা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান বলেন, সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। এ জন্য সাংবাদিকদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক সপ্তাহে এক দিন করে বসবে।

তবে এর বিরোধিতা করে সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা। তারা জানান, এই সিদ্ধান্ত মেনে নেয়া হবে না।

 

একুশে সংবাদ/ই.ক.প্র/জাহা 
 

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর