সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কমেছে অধিকাংশ পণ্যের দাম

একুশে সংবাদ প্রকাশিত: ১১:২৮ এএম, ১ ডিসেম্বর, ২০২৩

রাজধানীর কাঁচাবাজারে কমেছে বেশিরভাগ নিত্যপণ্যের দাম। এতে স্বস্তি বিরাজ করছে বাজারে আসা ক্রেতাদের মাঝে। তবে ডাল, চিনি ও মসলার দাম আরেক দফায় বেড়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, ৪০ টাকার আশপাশেই প্রায় সব সবজির দাম।

কারওয়ান বাজারের সবজি বিক্রেতারা জানান, তুলনামূলক সব সবজির দামই কমেছে। বাজারে ১০০ টাকার বেগুন এখন মিলছে ৩০ থেকে ৪০ টাকায়। দু’একটি সবজি ছাড়া সব সবজিই মিলছে ১৫ থেকে ৪০ টাকা কেজিতে।

দাম কমে যাওয়ায় স্বস্তির কথা জানান ক্রেতারাও। তারা জানান, বেশ কয়েক সপ্তাহ ধরে সবজির দাম নাগালের বাইরে ছিল। শীতকালীন সবজি আরও আগে বাজারে এলেও এতদিন দাম কমেনে। অবশেষে দাম কমায় স্বস্তি ফিরেছে।

অন্যদিকে এক মাসে ডাল, চিনি ও মসলার দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা। সরকার নির্ধারিত ১৩০ টাকার বিপরীতে চিনি বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়। আর সব ধরণের ডালের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা।


একুশে সংবাদ/এসআর

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর