সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দেড় কোটি টাকার স্বর্ণসহ আটক ১

একুশে সংবাদ প্রকাশিত: ০২:১২ পিএম, ১৩ অক্টোবর, ২০২৩

দুবাই থেকে আসা এক যাত্রীর লাগেজ তল্লাসি করে ১ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণ জব্দ করেছে। জড়িত থাকার অভিযোহে ১ যাত্রীকে আটক করেছে কাস্টমস।

 

শুক্রবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউস থেকে সংবাদমাধশ্যে প্রকাশে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাই থেকে আসা ঐ ািত্রীর এয়ার ফ্রাইয়ারের ভেতর প্রিভেন্টিভ টিমের মাধ্যমে সন্দেহজনক ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়।

 

পরে তা ভেঙে ধাতব চাকতি আকৃতির স্বর্ণপিণ্ড পাওয়া যায়। এটির ওজন ১ হাজার ৩৯০ গ্রাম। এছাড়াও একটি স্বর্ণের বার, ৯৯ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ১ হাজার ৬০৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।


উপ-কমিশনার সৈয়দ মুকাদ্দেস হোসেন জানান, বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুবাই থেকে ঢাকায় পৌছান। তার গতিবিধি  সন্দেহজনক মনে হলে তার লাগেরজ তল্লাসী করে উল্লেখিত স্বার্ণ জব্দ করা হয়।  
 

 

একুশে সংবাদ/আ.হ.ভূ/না.স

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর