সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

লেনদেনের শীর্ষস্থানে বেক্সিমকো লিমিটেড

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৫২ পিএম, ৫ ডিসেম্বর, ২০২১

রোববার (৫ডিসেম্বর) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ১১৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ তথ্য জানা গেছে ডিএসই সূত্রে। কোম্পানিটি আজ ৬৯ লাখ ৯১ হাজার ৩৫২টি শেয়ার হাতবদল করেছে।


তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৬  লাখ ৫৬ হাজার ৮১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৮ কোটি ৮৭ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড । কোম্পানিটির ২ কোটি ২০ লাখ ৭৮ হাজার ১২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৩ কোটি ১৪ লাখ টাকা।

এছাড়াও লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রীড, ফরচুন সুজ, আইএফআইসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, একমি পেস্টিসাইডস লিমিটেড ও সোনালী পেপার।

একুশে সংবাদ/রাফি

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর