সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শেয়ার ইস্যু করবে এনভয় টেক্সটাইল প্রেফারেন্স পঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল

একুশে সংবাদ প্রকাশিত: ১০:৫৮ এএম, ৫ ডিসেম্বর, ২০২১

প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে ৮৭ কোটি টাকা উত্তোলন করার সিদ্ধান্ত নিয়েছে। এ তথ্য জানা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে। কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যে ৮ কোটি ৭০ লাখ প্রেফারেন্স শেয়ার প্রাইভেট প্লেসমেন্টে ইস্যু করে এই টাকা উত্তোলন করবে। পাঁচ বছর মেয়াদী এই প্রেফারেন্স শেয়ার ধরন হচ্ছে ফুল্লি রিডেম্বল কিউমুলেটিভ নন-কনভার্টেবল।

কোম্পানিটি সুতা উৎপাদনের জন্য প্রকল্প সম্প্রসারণ কর্মসূচিতে অর্থায়ন এবং উচ্চ মূল্যের ঋণ পরিশোধে এই অর্থ ব্যবহার করা হবে। সাধারণ শেয়ারহোল্ডার এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এই শেয়ার ইস্যু করবে কোম্পানিটি বলে জানা গেছে। একুশে সংবাদ/রাফি

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর