সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জামালপুরে অপহরনে ৫মাস পর গৃহবধূ উদ্ধার, পিবিআই

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:২৯ পিএম, ২ সেপ্টেম্বর, ২০২১

নারায়নগঞ্জ জেলার সিদ্ধীরগঞ্জ থানাধীন জালকুড়ি বাসস্ট্যান্ড হতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার ভিকটিম মোছাঃ জেসমিন বেগমকে উদ্ধার করে পিবিআই। জামালপুর জেলার পিবিআইয়ের পুলিশ সুপার এম এম সালাহ উদ্দিন টেলিফোনে একুশে সংবাদ ডটকমকে
জানান, ভিকটিমের পিতা নূর ইসলাস বাদী হয়ে প্রথমে লোকাল থানায় একটি সাধারণ ডায়েরী করার জন্য গেলে, পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করার পরামর্শ দেন। 

এরপর কোভিড মহামারী ও লকডাউনের কারণে বাদী পক্ষ গত ০৫/০৫/২০২১ তারিখে জামালপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন টধাইব্যুনাল-১ মামলা দায়ের করেণ। আদালত
জামালপুর ডিবি উওরকে তদন্তের নির্দেশ দেন আদালত। পরে মামলাটি ডি.বি (উত্তর), জামালপুর তদন্ত পূর্বক বাদীর আনিত অভিযোগ নারী ও শিশু নির্যাতন দমন টধাইব্যুনাল-১, জামালপুর এর পিটিশন মামলা নং-১০৬/২০২১, ধারাঃ নারী ও
শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী- ২০০৩) এর ৭/৩০ ধারার অপরাধের সত্যতা নাই কিন্ত দঃ বিঃ আইনের ১৪৩/৪৪৭/৪৪৮/৪২৭/৩৪ ধারার অপরাধের সত্যতা আছে মর্মে গত ১৩/০৬/২০২১ তারিখে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেন।

আদালতে বাদী প্রতিবেদনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে নারাজীর দরখাস্তÍ দাখিল করিলে বিজ্ঞ আদালত বাদীর নারাজীর দরখাস্ত মঞ্জুর করতঃ মামলাটি অধিকতর তদন্ত
পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য গত ০৭/০৭/২০২১ তারিখ পুলিশ সুপার, পিবিআই জামালপুরকে নির্দেশ প্রদান করেন। পিবিআই এর ডিআইজি জনাব বনজ কুমার মজুমদার এর সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় পিবিআই জামালপুর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব এম.এম. সালাহ
উদ্দীন এর সার্বিক তত্ত্বাবধানে মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ জয়নাল আবেদীন মামলাটি অধিকতর গুরুত্ব দিয়ে ছায়া তদন্ত শুরু করেন।

পিবিআই জামালপুর জেলা কর্মকর্তা মামলাটি অধিকতর
তদন্তকালীন সময়ে পিবিআই জামালপুর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব এম.এম. সালাহ উদ্দীন এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সাহায়তায় তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ
জয়নাল আবেদীন এর নেতৃত্বে পিবিআই জামালপুরের একটি চৌকস টিম নারায়নগঞ্জ জেলার সিদ্ধীরগঞ্জ থানাধীন জালকুড়ি বাসস্ট্যান্ড হতে মামলার ভিকটিম মোছাঃ জেসমিন বেগমকে উদ্ধার করে পিবিআই।

পুলিশ সুপার ঘটনার বর্ণনা দিয়ে বলেন, অপহরণকারীরা ভিকটিমকে রিকসা করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় ভিকটিম রিকসা থেকে লাফিয়ে চিৎকার করলে, স্থানীয় লোকজনের সহযোগীতায় গতকাল বুধবার ১ সেপ্টেম্বর
ভোর ৫ টার সময় তাকে উদ্ধার করে পুলিশ। 

ভিকটিমকে উদ্ধারের পর পুলিশের
কাছে জানায়, যে তার প্রতি গত ৫মাস ধরে অপহরণকারীরা শারীরিক,মানসিক, পাশবিক নির্যাতন করেছে। উল্লেখ্য যে মামলার বাদী নূর ইসলাম বিজ্ঞ আদালতে এই মর্মে অভিযোগ দাখিল করেন যে, বিবাদীদের সহিত বাদী পক্ষের জমি-জমা সংক্রান্ত বিষয়াদি নিয়ে শত্রুতা ও মামলা মোকদ্দমা চলে
আসছে। 

মামলার ঘটনার দিন গত ১০ এপ্রিল ২০২১ তারিখ সন্ধ্যা অনুমান ৬:৩০ ঘটিকার সময় বিবাদীগন বেআইনী ভাবে জনতাবদ্ধে অনধিকার মূলে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়া বাদীর বসত বাড়ীতে প্রবেশ করিয়া বাদী ও সাক্ষীদের এলোপাথারী মারপিট করিয়া জখম করে। একপর্যায়ে বিবাদীগন বাদী পক্ষকে খুন জখমের হুমকী প্রদান করিয়া বাদীর কন্যা ভিকটিম মোছাঃ জেসমিন বেগমকে তার পরিহিত উড়না ধারা মুখ বাঁধিয়া বিবাদীগন পাজা কোলে করিয়া জোর পূর্বক অপহরন করিয়া অজ্ঞাত স্থানে নিয়ে আটক করিয়া রাখে মর্মে বিজ্ঞ আদালতে সূত্রে বর্ণিত মামলা দায়ের করে।

একুশে সংবাদ/বেলাল

অপরাধ বিভাগের আরো খবর