সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ছিনতাইকারীর দয়া!

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১ জুন, ২০২১

যাত্রী সেজে চালককে নেশা দিয়ে অচেতন করে ব্যাটারিচালিত অটোটি-ই নিয়ে পালিয়ে যাওয়ার আগে দয়াপ্রসূত অচেতন চালককে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থাও করে যায়
দুষ্কৃতিকারীরা।

মঙ্গলবার ১জুন বেলা ১টার দিকে ঘটনাটি ঘটেছে টাংগাইলের সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই।

অচেতন চালকের নাম মোঃ আনোয়ার ভূইয়া(৩৮),পিতা শাহজাহান ভূইয়া,গ্রাম রামদেবপুর (পোড়াবাসা) ঘাটাইল, টাংগাইল।

জানা যায়,প্রতিদিনের মতো আজ সকালেও  ব্যাটারিচালিত অটো নিয়ে বাড়ি থেকে বের হন আনোয়ার। পথে  অপরিচিত ৪জন দুষ্কৃতিকারী যাত্রী সেজে অটোটি রিজার্বে ভাড়া করেন সখিপুর যাওয়ার কথা বলে।

আনোয়ার ভূইয়ার ছেলে মোঃ ইউসুফ (১৭)বলেন, শুনলাম হাসপাতাল গেইট থেকে ৪জন লোক বাবাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে আসেন। তারাই আবার অটো নিয়ে পালিয়ে গেছে। 

থানায় অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে ইউসুফ "একুশে সংবাদ ডট কম"কে বলেন, বাবাকে নিয়ে আমরা হাসপাতালে ব্যস্ত।থানায় কখন যাবো!

সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক আফসানা মিমি বলেন, রোগীকে নেশা জাতীয় দ্রব্য শ্বাস-প্রশ্বাসের সাথে গ্রহন করানো হয়েছে।এখন সে অচেতন। তবে ভয়ের কিছু নেই একটু সময় নিয়ে হলেও চেতনা ফিরে পাবেন। চিকিৎসা চলছে। 

 

একুশে সংবাদ/নজরুল 

অপরাধ বিভাগের আরো খবর