সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মদনে কাব ক্যাম্পুরি উদ্বোধন

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:২২ পিএম, ৮ মে, ২০২৪

‘‘স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যে নেত্রকোনার মদনে ২৬টি কাব স্কাউট দলের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে ৪ দিনব্যাপী ৫ম মদন উপজেলা কাব ক্যাম্পুরি-২০২৪।

গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা শহরের জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৫ম মদন উপজেলা কাব ক্যাম্পুরি-২০২৪ এর উদ্বোধন করেন সহকারি কমিশনার (ভূমি) এ,টি,এম আরিফ।

সহকারি কমিশনার (ভ‚মি) এ,টি,এম আরিফ এর সভাপতিত্বে উদ্বোধন পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউট ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার(ষ্ট্যাটেজিক প্লান এন্ড গ্রোথ), উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার তারিক সালাউদ্দিন, স্কাউটের মদন উপজেলা কমিশনার সমীর কুমার দাস, টি আমীন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দর রউফ, প্রধান শিক্ষক এ, টি, এম কামরুজ্জামান, নেত্রকোনা জেলা কাব স্কাউট লিডার এম শাহ আতিকুর রহমান(এএলটি) প্রমূখ।

পতাকা উত্তোলন ও আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, উপজেলা স্কাউটের নেতৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত মঙ্গলবার থেকে শুরু হওয়া কাব ক্যাম্পুরীটি ১০ মে শুক্রবার পর্যন্ত চলবে। যার মহা তাবু জলসা বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। এছাড়া অংশগ্রহণকারীদের বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে মেধা ও নান্দনিক বিকাশ সাধনের প্রচেষ্টায় কাব ক্যাম্পুরীর আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা।

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর