সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নবীগঞ্জে ৪২ হাজার শলাকা ভারতীয় নাসিরবিড়ি ও সিএনজিসহ আটক ২

একুশে সংবাদ প্রকাশিত: ০২:০৬ পিএম, ৮ মে, ২০২৪

নবীগঞ্জ উপজেলা ইনাতগঞ্জ গামী রাস্তার সাইনবোর্ড বাজারে মেসার্স আমিন ফার্মেসী সামন থেকে ৪২ হাজার শলাকা ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ সেখ নাসিরুদ্দিন পাতা বিড়ি এবং পাতা বিড়ির বহনকারী ১টি সিএনজিসহ ২ জনকে গ্রেফতার করেছে সিলেট লালাবাজার ৭এপিবিএন পুলিশ। 

অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম  দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলামের তত্ত্বাবধানে (সহকারি পুলিশ সুপার) মোঃ আছাবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বর্ণিত মঙ্গলবার সকালে ইনাতগঞ্জ গামী রাস্তার সাইনবোর্ড বাজারের মেসার্স আমিন ফার্মেসীর সামন থেকে ৪২ হাজার শলাকা ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ সেখ নাসিরুদ্দিন পাতা বিড়িএবং পাতা বিড়ির বহনকারী ১টি সিএনজিসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি হল, সুনামগঞ্জ জেলার দিরাই থানার তেতৈয়া গ্রামের আব্দুল মান্নানের পুত্র ফরাচ মিয়া (৪০), অন্যজন একি জেলার জগন্নাথপুর থানার রোয়াইল গ্রামের কোরেশ মিয়ার পুত্র মিজানুর রহমান (৪৫) আটক করা হয়।

 এসআই মোঃ নুরুল হুদা বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নবীগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিলেট লালাবাজারের ৭ এপিবিএন পুলিশ।

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর