সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৪০ পিএম, ২৫ এপ্রিল, ২০২৪

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে কালীগঞ্জ বাজারে তিন দোকানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ ভেটেনারী কাউন্সিল আইন ২০১৯ এর ৩৭ (২) ধারায় দুটি মামলায় ৭ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় একটি মামলায় ২ হাজার টাকাসহ মোট নয় হাজার অর্থদন্ড প্রদান করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি।

উপজেলার পৌরসভার বালীগাঁও এলাকার আবু সাইদের পূত্র মোঃ মামুন, দড়িসোম এলাকার হুমায়ুন কবিরের পূত্র মাছুম কবির ও বালীগাঁও এলাকার ধরনী কান্তের পূত্র দিপংকর দাসকে পৃথক তিনটি মামলায় এ অর্থদন্ড প্রদান করা হয়। 

এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন প্রসিকিউটর ডাঃ মোঃ আফজাল হোসেন, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও আনসার সদস্যবৃন্দ।

 

একুশে সংবাদ/বিএইচ


 

সারাবাংলা বিভাগের আরো খবর