সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পার্বত্য এলাকার সব সম্প্রদায়ের মানুষ উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হোক : প্রতিমন্ত্রী

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২৫ এপ্রিল, ২০২৪

‘পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। এখন এসব উন্নয়নকাজ বাস্তবায়নের জন্য দরকার শান্তিপূর্ণ পরিবেশ। আমরা চাই, পার্বত্য এলাকায় সব সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাসের মধ্য দিয়ে উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হোক।’

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে রাঙামাটি জেলা পরিষদ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির দ্বিতীয় সভায় এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল। কমিটির সভাপতি বীর বাহাদুর উ শৈ সিংয়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দীপংকর তালুকদার, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, কে এস মং, তিন পাবর্ত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও কমিটির অন্যান্য সদস্য।

সভা শেষে বীর বাহাদুর উ শৈ সিং বলেন, ‘সভায় তিন পার্বত্য জেলার প্রাথমিক শিক্ষার অগ্রগতি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পর্যটন শিল্পের বিকাশসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া আগামীতে আরও কী কী উন্নয়নকাজ করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে আমাদের।’

 

একুশে সংবাদ/বা.ট্রি./ এসএডি

সারাবাংলা বিভাগের আরো খবর