সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চাঁপাইনবাবগঞ্জে হিট স্ট্রোকে সরকারি কর্মকর্তার মৃত্যু

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২৫ এপ্রিল, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে রুহুল আমীন নামে এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে দায়িত্ব পালনরত অবস্থায় মারা যান তিনি।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ও স্থলবন্দরের ব্যবস্থাপক মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রুহুল আমীন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে সোনামসজিদ স্থলবন্দরে কর্মরত ছিলেন। তিনি যশোরের শর্শা উপজেলার বেনাপোল এলাকার কোরবান আলীর ছেলে।

সাজ্জাদ হোসেন ও মাইনুল ইসলাম জানান, রুহুল আমীন দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ইয়ার্ডে দায়িত্ব পালনের সময় অসুস্থ্য হয়ে পড়েন। এ সময় তাকে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর