সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বৃষ্টির কামনায় সরিষাবাড়ীতে ইস্তিসকার নামাজ আদায়

একুশে সংবাদ প্রকাশিত: ০২:২০ পিএম, ২৫ এপ্রিল, ২০২৪

তীব্র তাপদাহে আল্লাহ তায়ালার রহমতের বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছেন সরিষাবাড়ী উপজেলাবাসী। চলমান প্রচণ্ড তাপপ্রবাহে  সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের জন্য নামাজ শেষে দুই হাত তুলে কান্নাকাটি করেন হাজারো মুসুল্লি।


বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কুঠিরহাট উচ্চ বিদ্যালয় ও আরামনগর বায়তুল ফালাহ জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে নামাজে ইস্তিসকায় অংশ নিয়েছেন নানান বয়সের মুসুল্লি।


কুঠিরহাট এলাকায় শিব্বির আহমেদ ও আরামনগরে নামাজের ইমামতি করেন হাসানুজ্জামান। নামাজের আগে নসিহতপূর্ণ বক্তব্য ও দুই রাকাত নামাজে ইস্তিসকা আদায় শেষে আল্লাহতালার দরবারে অনুগ্রহ লাভের জন্য এ সময় দুহাত তুলে মোনাজাতে কান্নাকাটিও করেন তারা।


নামাজে অংশ নেয়া স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখিসহ সবাই খুব কষ্টে আছে। এজন্য বৃষ্টির আশায় নামাজ পড়ে তীব্র তাপদাহ থেকে মুক্তির জন্য দোয়া প্রার্থনা করা। 

তারা আরও বলেন, প্রিয়নবী (সা.) এমন অনাবৃষ্টিতে লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন এবং ইস্তিসকা তথা বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করতেন। (বুখারি, মুসলিম)।

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর