সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভূরুঙ্গামারীতে বিভিন্ন জায়গায় বৃষ্টি কামনায় আল্লাহর কাছে প্রার্থনা

একুশে সংবাদ প্রকাশিত: ১২:২৫ পিএম, ২৫ এপ্রিল, ২০২৪

তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। একদিকে দাবদাহ অন্যদিকে দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ ও চাষিরা। শুধু মানুষ নয়, এর প্রভাব পড়েছে পশু পাখিদের ওপরও। দাবদাহ থেকে মুক্তি পেতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিভিন্ন জায়গায় ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার সোনাহাট মহাবিদ্যালয়, কাশেম বাজার উচ্চ বিদ্যালয় ও পাটেশ্বরী বরকতিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়  মাঠে মহান সৃষ্টিকর্তার কাছে রহমতের বৃষ্টির জন্য বিশেষ এ নামাজ আদায় করা হয়েছে।

সোনাহাট মহাবিদ্যাল এর মাঠে নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে দাবদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য  বিশেষ মোনাজাত পরিচালনাকারী ভূরুঙ্গামারী সরকারি কলেজ মসজিদের ইমাম মাওলানা খাইরুল ইসলাম বলেন , এই গরম থেকে রক্ষা পেতে এবং আল্লাহর রহমতের বৃষ্টি যাতে আমাদের ওপর বর্ষণ হয় এর জন্য আমরা ইসতিসকার নামাজ আদায় করেছি।

 

একুশে সংবাদ/এস কে 


 

সারাবাংলা বিভাগের আরো খবর