সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচন

দুই প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:০৭ পিএম, ২২ এপ্রিল, ২০২৪

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে ৩ পদে ২২ প্রার্থীর মধ্যে দুইজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কামরুল ইসলাম ও ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসার শাহীনুর আলম  জানান, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার (২২ এপ্রিল) চেয়ারম্যান পদ প্রার্থী শাহ মো. শামীম হোসেন চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান পুরুষ পদে আলমগীর হোসেনের মনোনয়ন পত্র প্রত্যাহার করা হযেছে।

এর আগে প্রার্থীতা প্রত্যাহার চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেন তারা।

ফলে এখন চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী রইলেন চারজন। তারা হলেন- কাজী শুভ রহমান চৌধুরী, মো.সারোয়ার হেসেন, মো. তৌহিদুল ইসলাম ও এ্যাডভোকেট মো. রবিউল ইসলাম।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দিনাজপুর জেলা সিনিয়র  নির্বাচন অফিসার ও  রিটানিং অফিসার কার্যালয়ে  চুড়ান্ত ভাবে চেয়ারম্যান পদে চারজন ,ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মোট ২০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। ৮ মে ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচন   ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

 

একুশে সংবাদ/ন.অ.উ/সা.আ

সারাবাংলা বিভাগের আরো খবর