সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভাঙ্গুড়ায় পর্দা নামলো সপ্তাহব্যাপী বইমেলার

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২১ এপ্রিল, ২০২৪

পাবনার ভাঙ্গুড়ায় এ বছরের মতো পর্দা নামলো সাত দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের।

শনিবার (২০ এপ্রিল) ছিল বইমেলার শেষদিন। শেষ দিনেও লেখক-পাঠকের সমাগমে মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। এদিন বইপ্রেমীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপচেপড়া ভিড় ছিল। শেষ দিন হওয়ায় অনেকেই পরিবার-পরিজন নিয়ে বইমেলায় ঘুরতে আসেন। বইও কিনছেন অনেকেই। ফলে বই বিক্রিতে ব্যস্ত সময় পার করেন বিক্রেতারাও।

জানা গেছে, ১৯৮৬ সালে ভাঙ্গুড়া সচেতন সাহিত্য সাংস্কৃতিক পরিষদ প্রতিষ্ঠিত হয়। সকল শ্রেণি পেশার মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়ানো ও অসাম্প্রদায়িক সমাজ গঠনই যার মূল উদ্দেশ্য। সেই লক্ষ্য নিয়েই বিগত ৩০ বছর যাবৎ বইমেলা ও সাংস্কৃতিক উৎবের আয়োজন করে আসছে।

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর