সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ২১ এপ্রিল, ২০২৪

নরসিংদীর মাধবদীতে হিটস্ট্রোক করে সাফকাত জামিল ইবান (৩২) এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

রবিবার (২১ এপ্রিল) দুপুরে হিটস্ট্রোকে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত সাফকাত জামিল ইবান মাধবদী থানার ভগিরথপুর মৃত জাকারিয়া জামিলের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, ইবান আজ তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে বেড়ানো শেষে নিজ বাড়ি মাধবদীতে ফিরছিলেন। এসময় পথে তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হন। পরে বাড়ি ফিরেও অজ্ঞান ও অতিরিক্ত ঘামে স্বস্তিবোধ না করায় সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদুল কবির বাশার বলেন, রোদের মধ্যে চলাফেরা করে প্রচুর ঘামের ফলেই ইবান অজ্ঞান হয়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। পরিবারের দেয়া তথ্য অনুয়ায়ী প্রাথমিকভাবে হিটস্ট্রোক মনে হলেও তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি বলেও তিনি জানান।

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর