সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাজশাহীর পদ্মায় গোসলে নেমে দুই যুবকের মৃত্যু

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২১ এপ্রিল, ২০২৪

রাজশাহীর পদ্মা নদীতে ডুবে দুই যুবক মারা গেছেন। রোববার (২১ এপ্রিল) দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার হারুপুর বোর্ডঘর সংলগ্ন নদীতে গোসল করতে গিয়ে তাদের মৃত্যু হয়। 

নিহতরা হলেন- নগরীর সায়েরগাছা এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি হোসেন (১৬) ও শাহিন হোসেনের ছেলে মনির হোসেন (২০)। বাপ্পি এ বছর রাজশাহী কোর্ট একাডেমি স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী দেয়ার কথা ছিল এবং মনির পেশায় একজন থাই মিস্ত্রি।  

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, দুপুরে হারুপুর বোর্ডঘর সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন দুই যুবক। পরে ফায়ার সার্ভিসের একটি দল পানি থেকে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের ত ঘোষণা করেন।

মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

একুশে সংবাদ/কা.ক/সা.আ

সারাবাংলা বিভাগের আরো খবর