সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বালুবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শ্যালিকা-দুলাভাইয়ের

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২১ এপ্রিল, ২০২৪

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় যাত্রীবাহী ভ্যান ও অটোর পেছনে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় দুলাভাই ও শ্যালিকার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (২১ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্যালিকা ও শনিবার (২০ এপ্রিল) বিকেলে দুলাভাইয়ের মৃত্যু হয়।

নিহতরা হলেন- উপজেলার ধুবনী গ্রামের আব্দুল কাইয়ুম (৭০) ও গড্ডিমারী গ্রামের হানিফ আলীর স্ত্রী জলেখা বেগম (৬৫)। তারা সম্পর্কে শ্যালিকা-দুলাভাই।

এর আগে শনিবার সকালে ওই উপজেলার দীঘিরহাট এলাকার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানান, পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি বালুবোঝাই ট্রাক যাত্রীবাহী ভ্যান ও অটোর পেছনে ধাক্কা দেয়। এতে ভ্যানচালকসহ গুরুতর আহত হন পাঁচজন। তাদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে আব্দুল কাইয়ুমের মৃত্যু হয়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় জলেখা বেগমের মৃত্যু হয়।

হাতীবান্ধা হাইওয়ে থানার ইনচার্জ আরিফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। চাপা দেয়া ট্রাকটি আটক করেছে পুলিশ।


একুশে সংবাদ/স.ট.প্র/জাহা   
 

সারাবাংলা বিভাগের আরো খবর