সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

৪১ ডিগ্রি তাপমাত্রায় বিপর্যস্ত ভাঙ্গুড়ার জনজীবন

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:০০ পিএম, ১৯ এপ্রিল, ২০২৪

তীব্র তাপপ্রবাহে পুড়ছে উত্তরের জেলা পাবনা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘরে কিংবা বাইরে কোথাও মিলছে না স্বস্তি। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে জেলার প্রতিটি উপজেলার মানুষ ও প্রাণীকুল।

শুক্রবার (১৯ এপ্রিল) বেলা ৩টার দিকে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে জেলার সর্বোচ্চ।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক জানান, ‍‍`বর্তমানে পাবনার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। তীব্র তাপের কারণে সূর্যের আলো তির্যকভাবে শরীরে অনুভূত হচ্ছে। 

এছাড়া বর্তমানে আকাশে মেঘের উপস্থিতি খুবই কম এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় ভাঙ্গুড়ার প্রকৃতিতে তীব্র তাপ অনুভূত হচ্ছে। সহসা বৃষ্টির সম্ভাবনা নেই।‍‍`

 

একুশে সংবাদ/বিএইচ


 

সারাবাংলা বিভাগের আরো খবর