সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

উপজেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের দুই উপজেলায় ৩২ জনের মনোনয়নপত্র দাখিল

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:২০ পিএম, ১৫ এপ্রিল, ২০২৪

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের দুই উপজেলা হরিরামপুর ও সিঙ্গাইরে মোট ৩২ জন প্রতিদ্বন্দী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ দুই উপজেলার মধ্যে হরিরামপুরে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও নারী ভাইস  চেয়ারম্যান পদে ৪ জন। অপরদিকে, সিংগাইর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।

মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো: আমিনুর রহমান মিয়া সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন। 

হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজিবুল হাসান রাজিব, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি মো. সাদ্দাম হোসেন, আয়ারল্যান্ডের ডাবলিন শহর আওয়ামী লীগের উপদেষ্টা সামছুল ইসলাম, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সেলিম মোল্লা, হরিরামপুর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. আজিম খাঁন, হরিরামপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুযোর্গ বিষয়ক সম্পাদক দেওয়ান সাইদুর রহমান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তামজিদ উল্লা প্রধান লিল্টু, হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. জাহিদুর রহমান তুষার এবং নির্দলীয় (স্বতন্ত্র) রাকিব হাসান।

অন্যদিকে, সিঙ্গাইরে চেয়ারম্যান পদেপ্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন- স্বতন্ত্র (নির্দলীয়) নিত্য গোপাল সাহা বলাই, জামির্ত্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র (নির্দলীয়) মো. আবদুল হাকিম, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল মাজেদ খান।

 বিএনপি : চেয়ারম্যান পদে শুধুমাত্র হরিরামপুর উপজেলায় বিএনপির একজন প্রার্থী অংশ নিচ্ছেন।

মো: জাহিদুর রহমান (তুষার) নামের ওই প্রার্থী উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বিএনপির একাধিক প্রার্থী রয়েছে।

পিতা পুত্রের মনোনয়ন পত্র জমা:

হরিরামপুর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন পিতা-পুত্র। তারা হলেন- হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজিবুল হাসান রাজিব ও তার পিতা হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সেলিম মোল্লা।

উল্লেখ্য, তফসীল অনুযায়ী প্রথম ধাপে ১৫২টি উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ এপ্রিল। মনোয়নপত্র যাচাই-বাচাই ১৭ এপ্রিল। মনোয়নপত্র প্রত্যাহার ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর