সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গাজীপুরে জেল থেকে বের হয়েই স্ত্রীকে হত্যা

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৪১ পিএম, ১৫ এপ্রিল, ২০২৪

গাজীপুরের শ্রীপুরে নির্যাতনের মামলায় কারাভোগ শেষে জেল থেকে বের হয়ে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আরাফাত শুভর (২৫) বিরুদ্ধে। স্ত্রী শরিফা খাতুনকে হত্যার ঘটনায় (২২) জিজ্ঞাসাবাদের জন্য শুভ ও তার মা ইয়াসমিন খাতুনকে থানায় নিয়ে গেছে পুলিশ।

সোমবার (১৫ এপ্রিল) সকাল ৮টায় শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের তালতলী পূর্বপাড়া (মুরগি বাজার) স্বামীর বাড়ি থেকে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান।

শরিফা শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা (সুতা পাড়া) গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

আরাফাত শুভ একই ইউনয়নের তালতলী পূর্ব পাড়া (মুরগী বাজার) গ্রামের শাহজাহানের ছেলে। তিনি পেশায় প্রাইভেটকার চালক। তাদের ঘরে ইসরাত আক্তার নামে আড়াই বছরের একটি মেয়ে রয়েছে।

গৃহবধূর মামা ওমর ফারুক বলেন, শুভ ও শরিফা খালাতো ভাই বোন। প্রায় সাড়ে তিন বছর আগে তারা  ভালোবেসে বিয়ে করে। বিয়ের কিছুদিন পর থেকেই শুভ শরিফাকে নির্যাতন শুরু করেন। এ বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় শরিফা শুভর বিরুদ্ধে আদালতে মামলা করেন। পরে ওই মামলায় শুভ কারাভোগ শেষে সম্প্রতি জেল থেকে জামিনে বের হন। রোববার (১৪ এপ্রিল) রাতে তাদের ঘরে ঝগড়ার আওয়াজ শুনতে পাই। সকালে শুনি আমার ভাগনি মারা গেছে। মৃত্যুর বিষয়টি জানতে পেরে তার স্বামী ও শাশুড়ি পালিয়ে যেতে চাইলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন জানান, শরিফার স্বামী ও শাশুড়িকে থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

একুশে সংবাদ/আ.টি/সা.আ

সারাবাংলা বিভাগের আরো খবর