সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঘোড়াঘাটে নানা আয়োজনে বর্ষবরণ

একুশে সংবাদ প্রকাশিত: ০২:০১ পিএম, ১৪ এপ্রিল, ২০২৪

মঙ্গল শোভাযাত্রা  নাচ গান আর নানান আয়োজন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে  বাংলা নববর্ষ বরনের উৎসব পালন করেছেন উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান,  সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ । সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের হয়। 

এতে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মাহমুদুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরকার মোঃ মনিরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার,  ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি,শিক্ষক -শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষেরা।পরে এক আদিবাসী মহিলাদের কালচার বাঙালি নাচ   মনোমুগ্ধকর উৎসবি অনুষ্ঠান পরিবেশনে দর্শক শ্রোতাদের আনন্দে মাতিয়ে তোলেন তারা।ঘোড়াঘাট সরকারি কলেজ,  রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ, দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন হয়েছে। 

এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে  বিনোদনী অনুষ্ঠানে বাহারী পোষাকে অংশ নেন বিভিন্ন বয়সের মানুষেরা। বিভিন্ন পোশাক পরে শিশুরা আনন্দে মেতে উঠেছে।  দিনব্যাপি নানান আয়োজন অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করছেন তারা।  বাঙালির শুভ বর্ষবরণে  হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে চলছে পূজা -অর্চনা।

একুশে সংবাদ/এস কে

 

সারাবাংলা বিভাগের আরো খবর