সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গোপালগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৪০

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১৪ এপ্রিল, ২০২৪

গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লা ও শেখ বংশের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৪০জন আহত হয়েছে। এ সময় ১৬ বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৪ এপ্রিল) কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পযর্ন্ত প্রায় তিন ঘণ্টা ধরে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, অধিপত্য বিস্তার নিয়ে হারুন মোল্যা ও সাইফুল সিকদারের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গতকাল দুই জনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এর জেরে সকালে মোল্লা গ্রুপের আসিদুল মোল্লা মসজিদ হতে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে শেখ গ্রুপের আমিনুর ও তার লোকজন অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ খবর দুই বংশের মধ্যে ছড়িয়ে পড়লে দুই বংশের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে। এ সময় একে অপরের দিকে বৃষ্টির মত ইট পাটকেল নিক্ষেপ করে।

প্রায় ৩ ঘণ্টা ধরে চলা দফায় দফায় এ সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ৪০ জন আহত হন। মারাত্মক আহত ২১ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করাহয়েছে। বাকিদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫জনকে আটক করাহয়েছে। তবে এখন পযর্ন্ত কোন পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা 
 

সারাবাংলা বিভাগের আরো খবর