সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চরফ্যাশনের মোটরসাইকেল দুর্ঘটনায় ৯০ বছরের বৃদ্ধার মৃত্যু

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:২৬ পিএম, ১৩ এপ্রিল, ২০২৪

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল মোতালেব হাওলাদার (৯০) নামের এক বৃদ্ধা গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় বরিশালে নেওয়ার পর বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বৃদ্ধার ভাতিজা নুরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হাওলাদার।

রোববার (১৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়ন ৬নং ওয়ার্ড নুরাবাদ মাদ্রাসা বাজারের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুল মোতালেব ওই এলাকার বাসিন্দা মৃত্যু অহিদ আলী হাওলাদারের সন্তান।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের লোকজন জানান, বৃদ্ধা আব্দুল মোতালেবের শ্রবণশক্তি কম অন্যদিকে বয়স প্রায় ৯০। তিনি সড়কে হাটার সময় আহাম্মদপুর ইউনিয়নের একতা বাজার থেকে বসতউল্যাহ চৌমহনীর দিকে একটি মোটরসাইকেল যাওয়ার সময় নুরাবাদ মাদ্রাসা বাজারের পশ্চিম পাশে মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আব্দুল মোতালেবকে আহত অবস্থায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক থেকে বরিশালে রেফার করেন। পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিকাল ৫টার দিকে বৃদ্ধা আব্দুল মোতালেবের মৃত্যু হয়। 

দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ জানান, বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ নাই।

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর