সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সরাইলে যানজট ও সড়ক দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৩১ পিএম, ৭ এপ্রিল, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাজারে যানজট নিরসন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন।

রবিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা সদরে অন্নদা মোড় থেকে  কালিবাড়ী মোড় পর্যন্ত এ অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মেজবাহ উল আলম ভূঁইয়া। 

এসময় উপস্থিত ছিলেন, সরাইল থানার অফিসার ইনচার্জ এমরানুল ইসলাম, এসআই জয়নাল আবেদীন-২, বাজার কমিটির সদস্য, আনসার, পুলিশ সদস্যরা প্রমুখ। 

অভিযান শেষে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো মেজবাহ উল আলম ভূঁইয়া জানান, সরাইল বাজারে পথচারীগণের সুবিধার্থে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা ও কয়েকজন পথচারী বলেন, যানজট নিরসনে উপজেলা প্রশাসন অভিযানে নেমেছে। প্রায় ঘন্টা ব্যাপী চলা এ অভিযানে সরাইল অন্নদা মোড় থেকে কালিবাড়ী মোড় পর্যন্ত যত্রতত্র পার্কিং, ফুটপাত দখলমুক্ত ও যানজটমুক্ত হয়ে সড়কে স্বস্থি ফিরেছে। 

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর