সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভাঙ্গুড়ায় ঈদ কেনাকাটায় জমে উঠেছে টুপি কেনাকাটা

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৫১ পিএম, ৬ এপ্রিল, ২০২৪

রোজা শেষে ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে পুরুষদের জন্য এখনো হালফ্যাশনের সবচেয়ে জনপ্রিয় পোশাক পাঞ্জাবি। সেই সঙ্গে অন্যতম অনুষঙ্গ টুপি। ঈদের আমেজে পরিপূর্ণ সাজতে এবার পাকিস্তানি টুপির চাহিদা সবচেয়ে বেশি। 

সরেজমিন শনিবার (৬ এপ্রিল) পাবনার ভাঙ্গুড়া উপজেলার ফুটপাতে দেখা গেছে বাহারি ধরনের সারি সারি টুপি। সকাল থেকে চলছে বেচাকেনা। দেশি-বিদেশিসহ বৈচিত্র্যময় টুপি পাওয়া যাচ্ছে সুলভমূল্যে।

শেখ আব্দুল আহাদ নামে এক ক্রেতা বলেন, মার্কেটের চেয়ে এখানে টুপির দাম কম। পাকিস্তানি ও কাশ্মিরি মেজেন্ডা রঙের টুপি নিয়েছি। বিদেশি টুপির দাম একটু বেশি হলেও বৈচিত্র্যময় হওয়ায় পাঞ্জাবির সাথে দেখতে পরতে ভালো দেখায়।

মোঃ শাহজাহান, রাজু আহমেদ, হাসু সওদাগরসহ বেশ কয়েকজন ব্যবসায়ী একুশে সংবাদ. কমকে জানান, রমজানের ঈদ থেকে কোরবানির ঈদ পর্যন্ত টুপির চাহিদা থাকে অনেক। সেই অনুযায়ী এবার ১৫ রমজানের পর থেকে ফুটপাতে টুপি বেচাকেনা বেড়েছে। মানভেদে এই ফুটপাতে ২০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত টুপি রয়েছে। সবচেয়ে বেশি চাহিদা পাকিস্তানি ও কাশ্মিরি টুপির। এছাড়াও আজমির শরিফ, দিল্লির টুপির চাহিদা রয়েছে।

একুশে সংবাদ/এস কে

সারাবাংলা বিভাগের আরো খবর