সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মহিপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ২৩ মৎস্য আড়ৎ পুড়ে ছাই

একুশে সংবাদ প্রকাশিত: ১১:০৬ এএম, ৬ এপ্রিল, ২০২৪

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর মৎস্য বন্দরে শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ টি মাছের আড়ৎ পুড়ে ছাই হয়ে গেছে ।

 অগ্নিকাণ্ডের শুরুতেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় ঝাঁপিয়ে পড়েন ‌, কিন্তু আগুনের লেলিহান শিখা মুহূর্তে মৎস্য বন্দরের চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলে ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, ওই রাতে  তারা আগুন দেখতে পান। কিছু সময় পরই মাছের আড়ৎপট্টিতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের এবং ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের আগেই ২৩ টি মাছের আড়ৎ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয় একাধিক মাছের আড়ৎ।

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার ইলিয়াস জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও আমরা অগ্নি নির্বাপক কার্যক্রম অব্যাহত রেখেছি। এখানে কতটা ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো সঠিকভাবে নিরুপণ করা যায়নি। তবে ক্ষতিগ্রস্তদের দাবি এ অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে।

 

একুশে সংবাদ/এস কে

সারাবাংলা বিভাগের আরো খবর