সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভোলায় মৎস্য অদিপ্তরের অভিযানে আটক পাই জাল

একুশে সংবাদ প্রকাশিত: ০২:০৪ পিএম, ২ এপ্রিল, ২০২৪

ভোলার মেঘনায় অবরোধকে ঘিরে মৎস‍্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌপুলিশের যৌথ অভিযানে  বরিশালের মেহেন্দীগঞ্জ, ভোলা জেলার সদর ও দৌলতখান উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪টি বৃহদাকার অবৈধ পাই জাল এবং ৫০,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় পরে এসব অবৈধ সরঞ্জামাদী আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। 

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব‍্যবস্থাপনা প্রকল্পের পিডি মোল্লা এমদাদুল‍্যাহ নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন ভোলা জেলা মৎস‍্য কর্মকর্তা,মোঃ আবুল কালাম আজাদ,  ভোলা সদর সিনিয়র  উপজেলা মৎস‍্য কর্মকর্তা,  সিনিয়র উপজেলা মৎস‍্য কর্মকর্তা, দৌলতখান, উপজেলা মৎস্য কর্মকর্তা, মেহেন্দীগঞ্জ, সহকারী মৎস‍্য কর্মকর্তা (ইলিশ প্রকল্প ও সংযুক্ত, জেলা মৎস‍্য দপ্তর, ভোলা) এবং মৎস‍্য দপ্তরের কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 

 

একুশে সংবাদ/এস কে

সারাবাংলা বিভাগের আরো খবর