সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সাতক্ষীরা পাটকেলঘাটায় দিনে গরম রাতে ঠান্ডা বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ৩০ মার্চ, ২০২৪

পাটকেলঘাটায় আবহাওয়ার বিরূপ আচরণে হঠাৎ সর্দি-জ্বর, ডায়ারিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। গা-হাত-পা মাথার ব্যথা, হজমের গোলমাল, পক্স, হাম, নানা আলার্জি তো বসন্তের দূত হয়ে দেখা দিয়েছে এলাকায়। আবহাওয়া এখন না শীত না উষ্ণ। 

দিনে রোদে তাপের ঝলক, রাতে হাওয়ায় এখনও হাল্কা শিরশিরানি। বেশিক্ষণ পাখার নিচে থাকলে ঠান্ডা লেগে খুসখুসে কাশি-সর্দি-জ্বর। না থাকলে বাচ্চা-বুড়ো ঘেমে শেষ। গরম পড়েছে বেশ। আবার হঠাৎ বৃষ্টি। আবহাওয়ার মেজাজ বোঝা দায়। এই গরমে ঘেমে-নেয়ে উঠছেন তো আবার বৃষ্টিতে ভিজে একাকার। 

পরিবেশের আর্দ্রতা ও তাপমাত্রার কারণে ভাইরাস, ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি ও সংক্রমণও বেশী হচ্ছে। এলাকায় রোগবালাই গরমের কারনে বেশী হচ্ছে। পাটকেলঘাটাসহ আশপাশের ফার্ম্মেসীর দোকান গুলো ডায়ারিয়া, ঠান্ডা, এ্যালার্জি, মাথা ব্যাথা রোগের ওষুধ বেশী বিক্রি হচ্ছে। 

পাটকেলঘাটার ক্লিনিক ও ডাক্তারখানা গুলোতে অধিকাংশই আবহাওয়া জনিত রোগের রোগী বেশী।

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর