সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ফরিদপুরে ৫৯০ টাকায় দরে বিক্রি হচ্ছে গরুর  মাংস

একুশে সংবাদ প্রকাশিত: ১০:০২ এএম, ২৯ মার্চ, ২০২৪

ফরিদপুরে বোয়ালমারীতে  স্বল্প আয়ের মানুষের জন্য ৫৯০ টাকা কেজি দরে গরুর গোস্ত বিক্রি শুরু হয়েছে। প্রথমদিনেই এতে বিপুল সাড়া পড়ে যায়। রমজানে কম মূল্যে গরুর গোস্ত কিনতে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে দেখা যায় সাধারণ মানুষকে।

শুক্রবার   (২৯ মার্চ)সকালে  বোয়ালমারী পৌরসভা সদরের চৌরাস্তায় বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ চত্বরে এ কর্মসূচি করতে দেখা গেছে।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চৌধুরী রায়হান রকির তত্ত্বাবধায়নে একদল যুবক এর আয়োজন করেছেন।  

 সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার  সকাল ৯টার দিকে বোয়ালমারী চৌরাস্তায়  মাংসের  দোকানের সামনে গিয়ে দেখা যায়, শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। লাইনে দাঁড়িয়ে একজনের পর একজন মাংস কিনে নিয়ে যাচ্ছেন।

৫৯০ টাকা দরে গরুর মাংস বিক্রির  উদ্যোক্তারা হলেন- বোয়ালমারী উপজেলা ক্যাবের সভাপতি মহব্বত জান চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক ওহিদুল হক উজ্জ্বল,কাপড় ব্যবসায়ী নাজমুল বিশ্বাস, চাল ব্যবসায়ী ফরিদুল ইসলাম, মেহেদী হাচান, 

কেরামত আলী, যুবলীগ কর্মী জাহিদুল ইসলাম, তন্ময় ইসলাম আকাশ, শাহ নেওয়াজ চপল, দাউদ মোল্যা, সৈয়দ তরিকুল ইসলাম শোভন , কাঁচামাল ব্যবসায়ী মেহেদী হাসান, সোবহান,ডঃএ টি এম সিরাজুল ইসলাম, সাইফুল সিকদার প্রমুখ।  

মাংস কিনতে আসা মতিয়ার  মোল্লা নামে এক যুবক  বলেন, অন্য দোকানে কেজি ৭৫০-৮০০ টাকা দরে কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে। আর এখানে ৫৯৫ টাকা। ২ কেজি গরুর মাংস কিনবো, এতে সাড়ে ৪০০-৫০০ টাকার বেশি সেভ হবে। এ জন্য একটু কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে আছি।

হাসান নামের এক ক্রেতা বলেন, গরুর মাংসের দাম কেজিতে প্রায় ২শ টাকা কমেছে। আজকে ৫৯০ টাকা করে কিনলাম। এটা খুবই ভালো উদ্যোগ। 

বোয়ালমারী যুবলীগের আহবায়ক চৌধুরী রাহান রকি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকলে সাধারণ মানুষের জীবনধারণ কষ্টের হয়ে যায়।সেই কষ্টের কথা চিন্তা করে ৫৯০ টাকা দরে গরুর মাংস বিক্রি শুরু করেছি। 

একুশে সংবাদ/এস কে

সারাবাংলা বিভাগের আরো খবর