সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কেন্দুয়ার মেধাবী  শিক্ষার্থী সপ্ত

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৪১ পিএম, ২৮ মার্চ, ২০২৪

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা -২০২৪ এ  বৃহস্পতিবার(২৮ মার্চ) সকালে নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ে  অনুষ্ঠিত নেত্রকোনা জেলায় খ বিভাগ (৯ম, ১০ম) থেকে "বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ" বিষয়ে অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছে  সরকার আদৃতা সজল সপ্ত।

মেধা অন্বেষণ প্রতিযোগিতায় জেলার ১০ উপজেলার ১ম স্থান অধিকারীগণ এ প্রতিযোগিতার অংশ গ্রহন করে। মোট ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সৃজনশীলে-৩০,নৈবিক্তিকে ১৫ এবং মৌখিক পরীক্ষায় ৫ নম্বর ছিল।বিজয়ী শিক্ষার্থী ৫০০০ টাকা মেধা বৃত্তি পাবে।

সে সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং শিক্ষক সজল সরকার এবং রিমা সরকারের কন্যা।

উল্লেখ্য গত ২৪ মার্চ উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত মেধা অন্বেষণ প্রতিযোগিতায় সপ্ত ১ম স্থান অধিকার করেছিল।

সপ্তর বাবা প্রধান শিক্ষক সজল সরকার বলেন সামনে সপ্ত যেন আরও ভালো করতে পারে সেজন্য সকলের আশীর্বাদ কামনা করি।

একুশে সংবাদ/এস কে

সারাবাংলা বিভাগের আরো খবর