সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সোনারগাঁয়ে ফ্রেশ কোম্পানির লরির ও গার্মেন্টস কর্মীদের বাসের সঙ্গে সংঘর্ষ

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৩০ পিএম, ২৮ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া চক্রবত্তী এলাকায় সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) ১৭ রমজান সকাল ৭:০০ ঘটিকায় ফ্রেশ কোম্পানির লরীর সঙ্গে চৈতী গার্মেন্টস কর্মীদের বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে বলে জানা যায়। 

চৈতী গার্মেন্টস শ্রমিক পরিবহন প্রতি দিনের মত বারদী ও আনন্দ বাজার এবং মন্নার বাগ এলাকা থেকে গার্মেন্টস কর্মীদের বহন করে থাকেন। লরীর চট্র মেট্রো ঢ-৮১- ১২১৭ ও বাসের (কোন নম্বর প্লেট ছিলো না) মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নারী শ্রমিকরা আহত হন। 

স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসার জন্য পাঠিয়ে দেন।। 

স্থানীয়রা জানান, আমান সিমেন্ট, ফ্রেশ কোম্পানির ও বেঙ্গল কোম্পানিরসহ বিভিন্ন প্রকার কয়েকটি বেসরকারি শিল্প কারখানার ভারী যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনার শিকার  হচ্ছে সাধারণ মানুষ। ভারী যানবাহন চলাচলের উপযুক্ত সড়ক না থাকায় সুবিধা বঞ্চিত জনগন। বিশেষ করে সোনারগাঁও পৌরসভার রাস্তা গুলো বেহাল অবস্থা সবচেয়ে বেশি ক্ষতি গ্রস্ত হয়েছে পাশাপাশি যানজট নিত্যদিনের সঙ্গী হয়ে পড়েছে। 

এলাকা বাসীর দাবি রাস্তা গুলো চলাচলের উপযুক্ত গড়ে তোলা সহ নিরাপদ সড়ক চায়। জনদুর্ভোগ লাগবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের  সুদৃষ্টি কামনা তাদের।

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর