সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দাউদকান্দিতে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে সম্পদ আত্মসাৎ এর অভিযোগ ছোটভাই জাকির

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৪৪ পিএম, ২৭ মার্চ, ২০২৪

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটবাগ গ্রামে আপন ছোট ভাইয়ের সম্পদ  আত্মসাৎ এর অভিযোগ উঠেছে বড় ভাই আবু হানিফ মোল্লার বিরুদ্ধে।  উক্ত গ্রামের মৃত আব্দুর রব মোল্লার ছেলে জাকির হোসেন মোল্লা তার আপন বড় ভাই আবু হানিফ মোল্লার বিরুদ্ধে এই অভিযোগ করেন।


উত্তরাধিকার সূত্রে  যাহা প্রাপ্য তাও তিনি বুঝিয়ে দিচ্ছেন না আবার জাকির হোসেনের ক্রয়কৃত ৪ শতক জায়গার গাছও কেটে নিতে চাইছেন আবু হানিফ মোল্লা।


গত ২৫/০৩/২০২৪ইং তারিখ জোর করে জাকিরের দুই থেকে তিনটি গাছ কেটে ফেলেন হানিফ মোল্লা।  এই বিষয়ে এলাকার মাতুব্বরদের জানানোর পর কোন সিদ্ধান্ত না পেয়ে জাকির হোসেন পুলিশকে বিষয়টি অবগত করেন। পরে পুলিশ এসে সরেজমিনে পরিদর্শন করে মীমাংসার লক্ষ্যে বসার কথা বলে যান। কিন্তু আবু হানিফ মোল্লা বিভিন্ন অজুহাত দেখিয়ে অনুপস্থিত থাকেন।


সংবাদ কর্মীরা সরজমিনে তাদের বাড়িতে গেলে আবু হানিফ মোল্লাকে বাড়িতে পাওয়া যায়নি। তার মেয়ের কাছে ফোন নাম্বার চাইলে তার মেয়েও ফোন নাম্বার দেয়নি। তথ্য দেওয়ার ক্ষেত্রে একটা লুকোচুরি ভাব লক্ষ্য করা  গেছে।
প্রতিবেশী আবু তাহের বলেন, কাগজপত্র দেখে যে যতটুকু পাবে তা তাদের বুঝিয়ে দেওয়া দরকার। এভাবে কয়দিন পর পর ঝগড়াঝাটি হলে কখন কি হয় বলা যায় না।

 

ভূক্তভোগী জাকির হোসেন মোল্লা বলেন, ‍‍`আমি গরিব মানুষ ভ্যান রিক্সা চালাইয়া বহুত কষ্ট কইরা কোনরকমে দিন কাটাই।  আমার উপরে যে জুলুম করা হইতাছে আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।‍‍`

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর