সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

উল্লাপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২৬ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সরকারী আকবর আলী কলেজের হলরুমে উপজেলা প্রশাসন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) সানজিদা সুলতানা ।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদচেয়ারম্যান (অস্থায়ী) মনিরুজ্জামান পান্না, সহকারী কমিশনার (ভূমি) মোছা. খাদিজা খাতুন, সহকারী পুলিশ
সুপার ( উল্লাপাড়া সার্কেল ) অমৃত সূত্রধর, মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মডেল থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদেরকে অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে বরণ করা হয়।

 

একুশে সংবাদ/সা.হ.উ/সা.আ

 

সারাবাংলা বিভাগের আরো খবর