সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ফরিদপুরে  প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসি

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৪০ পিএম, ২৪ মার্চ, ২০২৪

জেলার বোয়ালমারীতে পরকীয়া প্রেমিকাকে হত্যার দায়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম ওবায়দুর মোল্লা (৩২) নামে এক যুবককে ফাঁসির রায় দিয়েছেন আদালত। 

ফাঁসির দণ্ড পাওয়া আসামি ওবায়দুর মোল্লা জেলার বোয়ালমারী উপজেলার পশ্চিম ভাটদী এলাকার ওয়াহেদ মোল্লার ছেলে।

রোববার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। সে পলাতক রয়েছেন। 

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১০ মার্চ ফরিদপুরের বোয়ালমারীর পশ্চিম ভাটদীর স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন মনিরা বেগম (৩৪) নামে এক গৃহবধূ। নিখোঁজের চারদিন পর একই এলাকার একটি গম ক্ষেতের মধ্যে থেকে মনিরার গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের ভাই। দীর্ঘ তদন্ত শেষে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওবায়দুরকে আসামি করে কোর্টে চার্জশিট দাখিল করে। 

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন বলেন, মনিরা বেগম নামে এক পরকীয়া প্রেমিকাকে হত্যার দায়ে ওবায়দুর মোল্লা নামের এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। 

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর