সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সাতক্ষীরা টিটিসির উদ্যোগে পিছিয়ে পড়া জনগোষ্ঠী সম্প্রদায়ের মধ্য জনসংযোগ

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ২৩ মার্চ, ২০২৪

দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসনের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সম্প্রদায়ের মধ্যে সাতক্ষীরা কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির উদ্যোগের জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৩শে মার্চ)  বিকাল ৩ টার সময় ২নং নগরঘাটা ইউনিয়নের পোড়র বাজার মোড়ে এ জনসংযোগ অনুষ্ঠিত হয়।


সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিতে সরকারি ভাবে বিভিন্ন ট্রেডে ভর্তি চলছে এবং যারা বিদেশে যেতে ইচ্ছুক তারা সরকারি ভাবে প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশে যেতে পারবে। বিভিন্ন ট্রেট থেকে তারা প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির, জব প্লেসমেন্ট অফিসার মোঃ আরিফুল ইসলাম। সহ অন্যান্য ট্রেডের শিক্ষকবৃন্দ। 

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর