সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

করটিয়া জমিদার বাড়ী ইতিহাসে কালের সাক্ষী

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:২০ পিএম, ২০ মার্চ, ২০২৪

বাংলাদেশে যে কয়টি জমিদার বাড়ি সমৃদ্ধ এবং ইতিহাসের সাথে কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে তাদের মধ্যে করটিয়া জমিদার বাড়ি অন্যতম। টাঙ্গাইল জেলায় বেশ কয়েকটি জমিদার বাড়ি রয়েছে। কিন্তু সবগুলোকে ছাপিয়ে ইতিহাস আর ঐতিহ্যে করটিয়া জমিদার বাড়ি আলাদা স্থান করে নিয়েছে।

টাঙ্গাইল শহর হতে ১০ কি.মি. দূরে পুটিয়ার তীর ঘেঁষে আতিয়ারচাঁদ খ্যাত জমিদার ওয়াজেদ আলী খান পন্নীর জমিদার বাড়ি। প্রাকৃতিক এবং নিরিবিলি পরিবেশের এই জমিদার বাড়িটি প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এবং ০.৫ কিলোমিটার প্রস্থ বিশিষ্ট প্রাচীরঘেরা যেখানে রয়েছে লোহার ঘর, রোকেয়া মহল, রাণীর পুকুরঘাট, ছোট তরফ দাউদ মহল এবং বাড়িসংলগ্ন মোগল স্থাপত্যের আদলে গড়া মসজিদ একটি ঐতিহাসিক স্থাপত্য। মোগল ও চৈনিক স্থাপত্যের মিশেলে নির্মিত জমিদার বাড়িটি প্রথম দর্শনেই আপনার মন কেড়ে নেবে। সীমানা প্রাচীরের ভেতরে অবস্থিত মোগল স্থাপত্য শিল্পের নিদর্শন রোকেয়া মহল, দাউদ মহল, যা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মর্যাদা পাওয়ার দাবি রাখে।

উল্লেখ্য চট্টগ্রামের রাউজানের গহিরার সম্ভ্রান্ত জমিদার পরিবারের ইউনুস মিয়ার ২য় পুত্র সাবেক দেশ সেরা শুটারের পুরস্কারপ্রাপ্ত ও সাবেক সেক্রেটারী চট্টগ্রাম রাইফেল ক্লাব মরহুম এস আই চৌধুরী কাঞ্চন মিঞা এই পরিবারের মেহেদী আলী খান পন্নীর মেয়ে ও সাবেক সাংসদ বায়েজীদ খান পন্নীর বোন মরহুম রানু পন্নীকে বিয়ে করেছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর