সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

১৪ মাস পর আবার উৎপাদনে কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১২ মার্চ, ২০২৪

আবারো উৎপাদনে ফিরেছে চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র। মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টায় উৎপাদনের মাধ্যমে প্রাণ ফিরেছে বিদ্যুৎ কেন্দ্রটির।

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ১৪ মাস বন্ধ ছিলো উৎপাদন। এরই মধ্যে কয়েক দফায় মেরামত করেও তা চালু করা সম্ভব হয়নি। একপর্যায়ে গ্যাস সরবরাহের যন্ত্রাংশে ত্রুটি ধরা পড়ে। উৎপাদন না হওয়ায় বন্ধ থাকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ।

নির্ধারিত সময়ে গ্যাস বুস্টারের যন্ত্রাংশ প্রতিস্থাপন করা হয়েছে। তারপর চালু করার উদ্যোগ। কিন্তু অন্য জায়গায় আরো কিছু ত্রুটি ধরা পড়ে।

কিন্তু তাতেও দমে যাননি সংশ্লিষ্ট প্রকৌশলীরা। অবশেষে সফল হলেন তারা। এখন ঘুরছে উৎপাদনের চাকা। জাতীয় গ্রিডে যোগ হয়েছে এই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ। এতে করে হাসি ফুটেছে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবার।

উল্লেখ্য, চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি পুরোপুরি প্রাকৃতিক গ্যাস নির্ভর। এটি চালু হয় ২০১২ সালে।

 

একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা

সারাবাংলা বিভাগের আরো খবর