সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কালীগঞ্জে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:১৫ পিএম, ৪ মার্চ, ২০২৪

কালীগঞ্জের বিভিন্ন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদউর্ত্তীন রেজিস্ট্রেশন, ডাক্তারের নামের শেষে প্রতারণামূলক পদবী ব্যবহার করে পরিচালিত ৫টি ডায়াগনস্টিক সেন্টার ও একটি চিকিৎসালয়ে অভিযান পরিচালনা করে প্রায় ৮ লাখ টাকা জরিমানা আদায় করেছে র‍্যাব-১।

রোববার (৩ মার্চ) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসানের নেতৃতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) এএসপি মোঃ মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসানের নেতৃতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মনজুর-এ-এলাহীর সমন্বয়ে রোববার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত র‌্যাব-১ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারা ও মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারা অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে মেডিকেল সেন্টার, ডায়াগনস্টিক, চিকিৎসালয় পরিচালনা, চিকিৎসকের নামের শেষে প্রতারণামূলক পদবী ব্যবহার, মেয়াদ উত্তীণ রেজিস্ট্রেশন, প্যাথলজি ফ্রীজে বিভিন্ন ঔষধ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পূর্বাচল ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ টাকা, উলুখোলা মডার্ণ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে এক লাখ ৫০ হাজার টাকা, নুরজাহান হাড়ভাঙ্গা চিকিৎসালয়ের স্বত্বাধিকারী মোঃ সেলিমকে এক‌ লাখ টাকা, কালীগঞ্জ নিউ আধুনিক হাসপাতালকে দুই লাখ ৫০ হাজার টাকা, বিসমিল্লাহ ডায়াগনস্টিক এন্ড ট্রমা জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা এবং শাপলা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকাসহ মোট সাত লাখ সত্তুর হাজার জরিমানা আদায় করা হয়েছে।


একুশে সংবাদ/ও.ফ.প্র/জাহা

সারাবাংলা বিভাগের আরো খবর