সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পিরোজপুরে বৈদ্যুতিক ফাঁদে আটকে প্রাণ গেল কৃষকের

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:০৫ পিএম, ৪ মার্চ, ২০২৪

পিরোজপুরের কদমতলায় জমিতে ইদুঁর মারতে বৈদ্যুতিক ফাঁদে আটকে প্রাণ গেল হবি শেখ (৫২) নামের এক কৃষকের। সোমবার (৪ মার্চ) ভোরে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলায় এ ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) মো. জুলফিকার আলী।

হবি শেখ পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের মৃত সৈয়দ আলী শেখের ছেলে।

হবি শেখের ভাগিনা নাসির হাওলাদার জানান, প্রতিদিনের ন্যায় জমিতে পানি দেওয়ার জন্য তার মামা খুব ভোরে জমিতে যান। পরে তার ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খুঁজতে গিয়ে দেখতে পায় প্রতিবেশী কৃষক বেলায়েত শেখের জমিতে ইদুঁর মারার বৈদ্যুতিক ফাঁদে হবি শেখ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরে পড়ে আছেন। পরে বিষয়টি পুলিশে জানালে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।  

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. জুলফিকার আলী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

 

একুশে সংবাদ/আ.ও.জে/সা.আ
 

সারাবাংলা বিভাগের আরো খবর